বুধবার, মে ৮, ২০২৪

টিকা কিনতে টিআইবি’র ব্যয়ের হিসাব ভুল: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনাভাইরাসের টিকা দিতে মোট ব্যয় ধরা হয়েছে ৪০ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকারের খরচ হয়েছে প্রায় ২০ হাজার কোটি টাকা।

টিকা নিয়ে টিআইবির প্রতিবেদন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিআইবি নিজেই অস্বচ্ছ। আমি কখনোই বলিনি টিকা দিতে সরকারের ৪০ হাজার কোটি ব্যয় হয়েছে। আমাদের টিকায় মোট ব্যয় ধরা হয়েছে ৪০ হাজার কোটি। এরমধ্যে আমরা ৯ কোটি ডোজ টিকা বিনামূল্যে পেয়েছি।

সোমবার (২৫শে এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

জাহিদ মালেক বলেন, টিকার সাফল্যের কারণে ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। এ কারণে নানা আলোচনা হয়। টিআইবি যে রিপোর্ট দিয়েছে, তাতে বেশকিছু তথ্য আছে যেগুলো সত্য নয়। তাদের সার্ভে এত ছোট পরিসরে করা হয়েছে যে আমরা এটাকে সঠিক বলে ধরে নিতে পারি না।

তিনি বলেন, ইতোমধ্যে প্রায় ১৩ কোটি প্রথম ডোজ, ১১ কোটি ৬০ লাখ দ্বিতীয়, প্রায় ১ কোটি বুস্টার ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে। মোট জনগোষ্ঠীর ৭৫ শতাংশকে প্রথম ডোজ, ৬৮ শতাংশকে দ্বিতীয় আর বুস্টার ডোজ দেয়া হয়েছে ৭ শতাংশকে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img