বুধবার, মে ৮, ২০২৪

বদলির কারণে উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, প্রকল্পগুলোর কর্মকর্তাদের বারবার বদলির কারণে দেশে উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হয়।

শনিবার (২৩শে এপ্রিল) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং কর্মকর্তাদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেট নগরীর শাহী ঈদগাহে দ্বিতীয় ওসমানী হাসপাতাল নির্মাণ করা হবে। এজন্য জায়গাও নির্ধারণ করা হয়েছে। কিন্তু সেই জায়গা দখল করতে মরিয়া হয়ে উঠেছে একটি চক্র।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে প্রায় ৫ হাজার মানুষের জন্য মাত্র একজন নার্স। প্রায় ২ হাজারের মানুষের জন্য একজন ডাক্তার রয়েছেন। যা অত্যন্ত অপ্রতুল। মানুষের প্রয়োজনীয় চিকিৎসায় ডাক্তার ও নার্স আরও বাড়াতে হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img