শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫

গাজ্জা যুদ্ধে ব্যর্থতার দায়ে কমান্ডারদের পদত্যাগের হিড়িক; বিপাকে ইসরাইল

গাজ্জা যুদ্ধে ব্যর্থতার দায়ে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি সেনা কর্মকর্তাদের মাঝে পদত্যাগের হিড়িক পড়েছে। এরইমধ্যে পদত্যাগ করেছেন সেনাপ্রধান জেনারেল হারজি হালেভি, সাউদার্ন কমান্ডের প্রধান মেজর জেনারেল ইয়ারোন ফিংকেলম্যান, গাজ্জা বিভাগের কমান্ডার আভি রোজেনফেল্ড, সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান আহারন হালিভা, গোয়েন্দা ইউনিট ৮২০০-এর কমান্ডার ইয়োসি সারিয়েল এবং গাজ্জা উপত্যকার উত্তর ব্রিগেডের কমান্ডার হাইম কোহেন।

ইসরাইলের সবচেয়ে বড় সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথ গাজ্জা যুদ্ধের আগে এবং তার পরে ব্যর্থতার কারণে পদত্যাগকারী ইসরাইলি সামরিক কর্মকর্তাদের তালিকা প্রকাশ করেছে।

পত্রিকাটির মতে, হালেভি এক বিশৃঙ্খল সময়ে ইসরাইলি সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন তাকে নিয়োগ করে। তিনি এমন এক সময়ে দায়িত্ব গ্রহণ করেন, যখন চিফ অফ স্টাফ রাজনৈতিক মহলের সাথে সংঘর্ষে লিপ্ত ছিলেন এবং বিচার বিভাগের সংস্কার নিয়ে বিতর্কের মধ্যে ছিলেন, যা ইসরাইলকে অস্থিতিশীল করে তুলেছিল এবং ইহুদিবাদী সমাজে গুরুতর বিভাজন তৈরি করে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক অভিযান মোকাবেলায় ইসরাইলি সেনাবাহিনী শোচনীয়ভাবে ব্যর্থ হয়। এর মধ্যদিয়ে ইসরাইলি বাহিনীর অজেয় থাকার মিথ্যাকে মারাত্মকভাবে ভেঙে দেয় ফিলিস্তিনে ইসলামী প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা।

সূত্র: পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img