শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫

বিশ্বের সর্বাধুনিক যুদ্ধবিমান তৈরি করতে যাচ্ছে পাকিস্তান; সহায়তা করবে তুরস্ক

বিশ্বের সর্বাধুনিক বলে বিবেচিত ৫ম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করতে যাচ্ছে পাকিস্তান।

পাক-তুর্কি ৮ম শিল্প প্রদর্শনীর এক আলোচনা সভায় এবিষয়ে কথা বলেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার।

তিনি বলেন, ৫ম প্রজন্মের তুর্কি যুদ্ধবিমান কা’ন (KAAN) উৎপাদনে অংশগ্রহণে পাকিস্তানের সাথে একটি চুক্তি সাক্ষর হয়েছে, যা চূড়ান্ত হওয়ার পথে। এর আওতায় একটি যৌথ কারখানা স্থাপন করা হবে। এতে ৫ম প্রজন্মের কা’ন যুদ্ধবিমান তৈরি করা হবে। তুরস্কের কাছে থাকা এফ-১৬ এর জায়গায় ও আমেরিকার এফ-৩৫ এর বিকল্প হিসেবে এতে উৎপাদিত ৫ম প্রজন্মের যুদ্ধবিমানগুলো ব্যবহৃত হবে।

তিনি আরো বলেন, এই যৌথ প্রকল্প দেশের বিমানবাহিনীকে উন্নত যুদ্ধবিমান সমৃদ্ধ করে তুলতে ও দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। একইসাথে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতাও উন্নত হবে। তাদের ফাইটার জেট ইঞ্জিনিয়ারিং দক্ষতা বৃদ্ধি পাবে। তারা দেশীয় প্রযুক্তির উন্নত ফাইটার জেট তৈরিতে সক্ষম হয়ে উঠবে।

এছাড়াও বলেন, এটি দু’দেশের প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে। দু’দেশকেই অর্থনৈতিক ও প্রযুক্তিগতভাবে লাভবান করবে।

সংবাদমাধ্যমের তথ্যমতে, জানুয়ারির শুরুতে পাকিস্তানে ৮ম পাক-তুর্কি শিল্প প্রদর্শনীর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দু’দেশের ৩২টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় কা’ন যুদ্ধবিমান তৈরিতে পাকিস্তানের অংশীদারিত্ব চূড়ান্ত করতে আলোচনা হয়।

উল্লেখ্য, ৫ম প্রজন্মের যুদ্ধবিমান বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান বলে বিবেচিত হয়ে থাকে। শুধুমাত্র আমেরিকা, চীন ও রাশিয়া এতদিন ৫ম প্রজন্মের যুদ্ধবিমানের অধিকারী ছিলো।

৫ম প্রজন্মের আমেরিকান এফ-৩৫ নির্মাণের সহায়তা করার পরিবর্তে তা তুরস্কের কাছে বিক্রির কথা থাকলেও আমেরিকা দেশটির সাথে বিশ্বাসঘাতকতা করে বসে। তুরস্ক এর বিকল্প হিসেবে নিজস্ব প্রযুক্তির ৫ম প্রজন্মের যুদ্ধবিমান কা’ন তৈরিতে সফল হলেও এফ-৩৫ পাওয়ার চেষ্টা এখনো অব্যাহত রেখেছে।

২০২৩ সালের শেষ দিক থেকে এর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে তুরস্ক এবং সব পরীক্ষাতেই বিমানটি সফল হয়। বর্তমানে নিজ বিমানবাহিনীর ব্যবহারের স্বার্থে ও বাণিজ্যিক উৎপাদনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি এবং উৎপাদনের ক্ষেত্রে পাকিস্তানকে অংশীদার করে নেয়।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img