বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রত্যক্ষ ও পরোক্ষ অত্যাচার ও নির্যাতনেই অকালে প্রাণ হারান কোকো।
রোববার (২৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর বনানী কবরস্থানে যান মির্জা ফখরুল। এ সময় বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপাসরন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করেছেন নেতাকর্মীরা। সমাধির পাশে দাঁড়িয়ে মোনাজাত করেন তারা।
পরে আরাফাত রহমান কোকোর জীবদ্দশায় বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ড সম্পর্কে স্মৃতিচারণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি আরও বলেন, দুর্ভাগ্য আমাদের অত্যন্ত মেধাবী ও অসাধারণ সংগঠক তাকে মঈনউদ্দিন-ফখরুদ্দিনের সরকার নির্লজ্জ ও নির্মমভাবে অত্যাচার নির্যাতন করে তাকে। শারীরিক নির্যাতনে তিনি অসুস্থ হয়ে যান এবং অসুস্থ হওয়ার পর মালয়েশিয়াতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।