মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

সিরিয়ার পাশে থাকবে তুরস্ক : হাকান ফিদান

তুরস্ক সিরিয়ার পাশে থাকবে বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

রোববার (২২ ডিসেম্বর) দামেস্কে সিরিয়ার নতুন প্রশাসনের সাথে বৈঠকে এ কথা বলেন।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ফিদান বলেন, তুরস্ক সিরিয়ার পাশে থাকবে। আশা করি, সিরিয়ার অন্ধকারতম দিনগুলোর অবসান হয়েছে। সামনে আমাদের জন্য আরো ভালো দিন অপেক্ষা করছে।

সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা ও সিরিয়াকে উঠে দাঁড়ানোর জন্য এবং দেশ ছেড়ে যাওয়া মানুষদের ফিরে আসার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত হওয়ার কথাও বলেন তিনি।

দামেস্কে অনুষ্ঠিত এ বৈঠকে সিরিয়ার একতা ও স্থিতিশীলতা ওপর জোর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও সিরিয়ার বিপ্লবী নেতা আবু মুহাম্মদ আল জুলানী। একইসাথে দেশটির ওপর থেকে সব রকমের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ারও আহ্বান জানিয়েছেন তারা।

সূত্র : আল-জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img