মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

প্রথমবার ওমরায় গেলেন বিশ্বসেরা টিকটকার খাবি লাম; দিলেন আল্লাহর উপর ভরসার বার্তা

প্রথম বারের মতো ওমরায় গিয়ে মহান আল্লাহর উপর ভরসার বার্তা দিলেন সেনেগাল বংশোদ্ভূত ইতালিয়ান মুসলিম ও বিশ্বসেরা টিকটকার খাব্বান লামী, যিনি বিশ্বব্যাপী খাবি লামে বা খাবি লাম নামে পরিচিত।

শনিবার (২১ ডিসেম্বর) ইন্সটা একাউন্টের এক পোস্টে এই বার্তা দেন তিনি।

পোস্টে দেওয়া ছবি ও ভিডিওতে তাকে পবিত্র কা’বা ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।প্রথমবারের মতো ওমরায় যাওয়ার অনুভূতি প্রকাশ করে তিনি লিখেন, আমি শুধু আলহামদুলিল্লাহই বলতে চাই। আল্লাহ আমাকে সবকিছু দিয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তিনি আমাকে বেঁচে থাকার ও নিজ স্বপ্নের প্রতি আস্থা রাখার শক্তি জুগিয়েছেন। আমি জীবনে বহু দূরাবস্থার সম্মুখীন হয়েছি। সবকিছু যখন অসম্ভব মনে হচ্ছিলো তখনও আমি জীবনের আশা হারাইনি। আমার (ধর্ম) বিশ্বাস আমাকে অটল রেখেছে। আমার একমাত্র ভরসার স্থল হয়ে থাকায়, মহান আল্লাহর প্রতি শুকরিয়া।

খাব্বান লামী বা খাবি লামের জন্ম সেনেগালে। ৯ মার্চ ২০০০ খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। ২০০১ সনে তার বাবা-মা ইতালিতে চলে যান এবং তুরিন শহরের চিভাসোতে বসবাস শুরু করেন।

খাবি লাম ১৪ বছর হওয়া পর্যন্ত স্থানীয় স্কুলে পড়াশোনা করেন। পরবর্তীতে তার বাবা-মা তাকে কুরআন ও ইসলামী শিক্ষা অর্জনের জন্য সেনেগাল পাঠিয়ে দেয়। রাজধানী ডাকারের এক কুরআন শিক্ষা কেন্দ্রে বাকি পড়াশোনা শেষ করেন এবং পুনরায় ইতালি ফিরে যান।

২০২০ সনে করোনাকালীন সময়ে চাকরি হারানোর আগ পর্যন্ত তিনি তুরিনের একটি শিল্পকারখানায় সিএনসি অপারেটর হিসেবে কাজ করেন। পরবর্তীতে চাকরিহীন অবসর কাটানোর মাধ্যম হিসেবে তিনি টিকটক একাউন্টে ভিডিও বানিয়ে পোস্ট করা শুরু করেন।

কন্টেন্টের বিষয় হিসেবে তিনি কোনোরূপ ভাষা ও আক্রমনাত্মক আচরণ ছাড়াই পশ্চিমাদের লাক্সারিয়াস লাইফ হ্যাকসের নিষ্প্রয়োজনীয়তা তুলে ধরাকে বেছে নেন। নিরব ও সাধারণ ভঙ্গিমায় লাক্সারিয়াস লাইফ হ্যাকসের নিষ্প্রয়োজনীয়তা, বিপরীতে সাধারণ ও সহজ লাইফ হ্যাকসের কার্যকারিতা টিকটকের মাধ্যমে উপস্থাপন করতে থাকেন। যা বিশ্বজুড়ে ব্যাপক গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা পায়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img