নতুন প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পেলো সিরিয়া।
রবিবার (২২ ডিসেম্বর) ফ্রান্স ২৪ এর এক প্রতিবেদনে একথা জানানো হয়।
প্রতিবেদনে প্রধানমন্ত্রী বশিরের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের এক কর্মকর্তার বরাতে জানানো হয়, মুরহাফ আবু ক্বসরাহকে নতুন প্রতিরক্ষা মন্ত্রী নিয়োগ দিয়েছে আহমদ আশ-শরা’ বা আবু মুহাম্মদ জুলানীর নেতৃত্বাধীন ক্ষমতাসীন জেনারেল কমান্ড। তিনি হাইআতু তাহরিরিশ শামের (এইচটিএস) একজন শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার। বাশার ও শিয়া আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে অসংখ্য সফল অভিযানের নেতৃত্ব দিয়েছেন তিনি। ১ মাস পূর্বে বাশারকে উৎখাতে শুরু করা সর্বশেষ অভিযানেও রণ-কৌশল প্রণয়নে নিজের পারদর্শিতা দেখিয়েছেন। এমনকি দক্ষতা ও কৌশলের কারণে শত্রু-মিত্রের বাহিনীর নিকট তিনি ‘আবু হাসসান-৬০০’ নামেও পরিচিত।
এর আগে শনিবার ২১ ডিসেম্বর পররাষ্ট্রমন্ত্রী পদেও নতুন নিয়োগ দেওয়া হয়। আস’আদ হাসান শাইবানীকে গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ দেওয়া হয়। তিনি ইতোপূর্বে এইচটিএসের নিয়ন্ত্রণাধীন উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিব সরকারের রাজনৈতিক শাখার নেতৃত্বে ছিলেন। ৩৭ বছর বয়সী শাইবানী সিরিয়ার দামেশক বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স ও তুরস্কের ইস্তাম্বুলস্থ সাবাহুদ্দীন জাইম বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্স এন্ড ইন্টারন্যাশনাল রিলেশনের উপর মাস্টার্স ও ডক্টরেট ডিগ্রী অর্জন করেন।
তার থিসিসের বিষয়বস্তু ছিলো তুরস্কের সিরিয়া পররাষ্ট্রনীতিতে ২০১০-২০২০ এর আরব বসন্ত ও উত্থানের প্রভাব।