সমমনা দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সমমনা দলগুলোকে সঙ্গে রাখবে বিএনপি। পরবর্তীতে সরকার গঠনের সুযোগ হলে সমমনা ও যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর অংশগ্রহণও থাকবে।
আজ সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি’র লিয়াজোঁ কমিটির সঙ্গে সমমনাদের বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিতিতে এমন বার্তাই দিয়েছে বিএনপি।
বৈঠক সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচন ও সংস্কার রোডম্যাপসহ নানা বিষয়ে আলোচনা হয়। বিএনপি’র প্রস্তাবিত জাতীয় সরকারের বিষয়ে দল দু’টির নেতারা জানতে চান। এ বিষয়ে বিএনপি নেতারা জানিয়েছেন, সমমনা এবং যুগপৎ আন্দোলনে থাকা সবাইকে নিয়ে তারা নির্বাচন করতে চান। জাতীয় সরকার গঠনের সুযোগ হলে সেখানেও সবার অংশগ্রহণ থাকবে।
বৈঠকে সমমনা দলের নেতারা জাতীয় সরকার গঠনের রূপরেখার বিষয়ে বিএনপি’র বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। একইসঙ্গে নির্বাচনে কোন দলকে কতো আসনে প্রার্থী দেয়ার সুযোগ দেয়া হবে, সে বিষয়ে বিএনপি’র সিদ্ধান্ত আছে কিনা জানাতে চান। এসব প্রশ্নের জবাবে বিএনপি’র পক্ষ থেকে বলা হয়, যুগপৎ আন্দোলনের দল ও জোটকে সঙ্গে নিয়েই নির্বাচন করা হবে। সুযোগ আসলে যারা নির্বাচিত হবেন তাদেরকে নিয়েই জাতীয় সরকার গঠন করবে দলটি। কোন দল ও জোটকে কোন আসন কিংবা কয়টি আসন দেয়া হবে তা নির্বাচনের আগে ঠিক করা হবে।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার থেকে নির্বাচনের যে সময়ের ইঙ্গিত দেয়া হয়েছে, এটা আমাদের কারও জানা ছিল না এবং কারও সঙ্গে আলোচনাও হয়নি। কি কারণে এত দীর্ঘ সময় নিয়ে একটা সময় দেয়া হয়েছে। এটা জনমনে একটা বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে। আমরা যে যৌক্তিক সময়ের কথা বলেছিলাম, সেই যৌক্তিক সময়ের মধ্যে আমরা বিষয়টা দেখতে পাচ্ছি না।
আমীর খসরু বলেন, সংস্কারের বিষয়ে আমরা সবাই মিলে যে আলোচনা করেছি, যেটা প্রথম সংস্কার হওয়া দরকার, সেটা হচ্ছে, আগামীদিনে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনের সংস্কারটা সবার আগে হয়ে যাওয়া উচিত ছিল। সেটা হলে নির্বাচনের দিকে এখন এগিয়ে যাওয়ার কথা ছিল। এর মধ্যে অন্যান্য সংস্কারের কথা উঠে এসেছে। কিন্তু সংস্কার মূলত হতে হবে সংসদে।
তিনি বলেন, ঐকমত্যের ভিত্তিতে যে সংস্কার করা প্রয়োজন আছে, সেটা এই কম সময়ের মধ্যে করতে হবে। আর যেখানে ঐকমত্য হবে না, সেগুলো নিয়ে আগামী নির্বাচনে জনগণের কাছে যেতে হবে। জনগণের সমর্থন নিয়ে আমাদের সেই কাজগুলো করতে হবে। সংস্কারের কথা বলে আপনি বিভিন্ন কমিটির রিপোর্ট দেবেন এবং আবার বসবেন। এ বিষয়গুলো দীর্ঘায়িত করার কোনো প্রয়োজন নাই।