মাত্র চার মাসে পবিত্র কুরআন মুখস্ত করার গৌরব অর্জন করেছে মুহাম্মাদ আব্দুর রহিম। সে কিশোরগঞ্জের বাজিতপুর থানার হুমাইপুর গ্রামের বাসিন্দা মুহাম্মাদ এবাদ উল্লাহ’র ছেলে। আব্দুর রহিম চট্টগ্রামের ফটিকছড়ির বায়তুস সালাম মাদরাসার ছাত্র।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) হাফেজ আব্দুর রহিমের চাচা মুফতী মুজিবুর রহমান ইনসাফকে এই তথ্য জানিয়েছেন।
মুফতী মুজিবুর রহমান বলেন, আব্দুর রহিম বেশ মেধাবী ও শান্ত ছেলে। গ্রামের অন্যান্য ছেলের তুলনায় সে খুবই ভদ্র। মাদরাসায় ভর্তি করানোর পর থেকে পড়াশোনার ব্যাপারে তার আগ্রহ আমাদের মুগ্ধ করেছে।
তিনি বলেন, চট্টগ্রামের ফটিকছড়ির বায়তুস সালাম মাদরাসায় গত বছরের ২৫ জুলাই আব্দুর রহিম হেফজ সবক শুরু করে। আল্লাহর অশেষ রহমতে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি পূর্ণ কুরআন মুখস্ত করতে সক্ষম হয়। এই সময়ের মধ্যে অসুস্থ হয়ে বাড়িতেও ছিল বেশকিছু দিন। সেগুলো বাদ দিলে মাত্র চার মাসেই সে কুরআন মুখস্ত করেছে।
আব্দুর রহিমের শিক্ষক হাফেজ মতিউর রহমান বলেন, পড়াশোনার ব্যাপারে আব্দুর রহিম খুবই মনোযোগী ছিল। মেধা ভালো থাকায় খুব অল্প সময়ের মধ্যেই কুরআন মুখস্ত করতে সক্ষম হয়েছে।
হাফেজ আব্দুর রহিমের বাবা মুহাম্মাদ এবাদ উল্লাহ বলেন, আমার ছেলে খুব অল্প সময়ের মধ্যে পবিত্র কুরআন মুখস্ত করতে পেরেছে। এটি সত্যিই গর্বের বিষয়। পিতা হিসেবে আমি নিজেকে সার্থক মনে করছি। আমি আমার ছেলেকে ভালো একজন আলেম বানাতে চাই। আমার ছেলে যেন জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে।