বুধবার, মে ১৫, ২০২৪

খেরসনে নির্দয়ভাবে বেসামরিকদের হত্যা করছে রাশিয়া: জেলেনস্কির

রাশিয়া খেরসনে নির্দয়ভাবে বেসামরিকদের হত্যা করছে বলে অভিযোগ করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) খেরসনে রুশ হামলায় অন্তত পাঁচজন নিহতের পর তিনি এ অভিযোগ করেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভাষণ দেওয়ার দিনেই খেরসনে এ ভয়াবহ হামলা হয়।

খেরেসনে হামলার প্রতিক্রিয়ায় সামাজিকমাধ্যমে জেলেনস্কি বলেছেন, রুশ বাহিনী খেরসনে ভারি গোলাবর্ষণ করছে। আবারও তারা নির্দয়ভাবে বেসামরিক জনগণকে হত্যা করছে।

তিনি বলেন, একটি গাড়ির পার্কিং, আবাসিক এলাকা, একটি বহুতল ভবন এবং গণপরিবহণের যাত্রী ছাউনিতে হামলা হয়েছে।

খেরসন নগর কর্তৃপক্ষ জানায়, রুশ হামলায় অন্তত পাঁচজন নিহত ও অন্তত ১৬ জন আহত হয়েছেন। এর আগে ইউক্রেনের সেনাবাহিনী বলেছিল, হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন।

সূত্র: এএফপি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img