বৃহস্পতিবার, মে ৯, ২০২৪

আল শিফা হাসপাতালে ৯০ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে

গত ২ দিনে অবরুদ্ধ গাজ্জা উপত্যকার আল-শিফা হাসপাতালে হামলা চালিয়ে ৯০ জন ফিলিস্তিনিকে শহীদ করেছে ইসরাইলি বাহিনী। সেই সঙ্গে আরো ১৬০ জনকে অপহরণ করা হয়েছে বলে জানা গেছে।পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৩০০ স্বাস্থ্যকর্মীকে বলে স্বীকার করেছে ইসরাইলি বাহিনী।

গাজ্জার সরকারি গণমাধ্যম অফিস জানিয়েছে, গাজ্জায় অর্ধেকেরও বেশি চিকিৎসা সুবিধা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। গত এক সপ্তাহে ১০০ জনেরও বেশি ত্রাণকর্মী নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে।

এদিকে, আল-শিফা হাসপাতালে অস্ত্র খুঁজে পাওয়ার দাবী জানিয়েছে ইসরাইলি বাহিনী। তবে তা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। স্বাধীনতাকামী সংগঠনটির দাবি, হাসপাতালে যেসব ফিলিস্তিনিদের হত্যা করা হয়েছে তাদের মধ্যে রোগী, স্বাস্থ্যকর্মী ও বাস্তুচ্যুত ব্যক্তিরা ছিল।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img