বৃহস্পতিবার, মে ৯, ২০২৪

আফগানিস্তানে শুরু হল নতুন শিক্ষাবর্ষ

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানে শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ। যার মাধ্যমে স্কুলের আঙিনায় পা রাখতে যাচ্ছে হাজার হাজার শিক্ষার্থী। শীত প্রধান অঞ্চলগুলোর শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই।

নতুন শিক্ষাবর্ষ উপলক্ষে রাজধানী কাবুলে আয়োজিত একটি অনুষ্ঠানে দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আব্দুল সালাম হানাফী বলেন, ধর্মীয় ও আধুনিক শিক্ষার গুরুত্বের উপর জোর দেয় ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান।

অনুষ্ঠানে, আফগানিস্তানের শিক্ষা ক্ষেত্রে বিগত বছরের অসামান্য অর্জনের কথা তুলে ধরেন দেশটির ডেপুটি শিক্ষামন্ত্রী সিবগাতুল্লাহ ওয়াসিল।

তিনি বলেন, “ইহকাল ও পরকালের উদ্দেশ্ সমূহ চিহ্নিত করার জন্য শিক্ষা একটি মৌলিক প্রয়োজন। নতুন বছরে শিক্ষা ক্ষেত্রে বৃহত্তর সাফল্য অর্জনের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখব আমরা।”

প্রসঙ্গত, নতুন শিক্ষাবছরেও ষষ্ঠ শ্রেণির উপরের মেয়েদের স্কুলে আসা থেকে বিরত রাখা হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img