বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, জীবনের সব ক্ষেত্রে একমাত্র আল্লাহর গোলামি এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে আর্ত-মানবতার ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। ‘আল্লাহ রব্বুল আলামিন মানুষকে খলিফার দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমাদের জন্য আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।’
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর একটি মিলনায়তনে মোহাম্মদপুর মধ্য থানা জামায়াত আয়োজিত সাবেক সাথি ও সদস্যদের নিয়ে এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ড. রেজাউল বলেন, ‘আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনও প্রকার আবেদন ছাড়াই মনুষ্যত্ব দিয়ে সৃষ্টি করেছেন, অথচ মানুষকে অন্যান্য প্রাণী থেকে অনেক বেশি দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। তবে বুদ্ধি-বিবেকের দিক থেকে মানুষই সৃষ্টির সেরা।’
তিনি ইসলামি আন্দোলনের বাধা-প্রতিবন্ধকতার প্রসঙ্গ টেনে বলেন, ‘ইসলামি আন্দোলনের ওপর জুলুম-নির্যাতন ইতিহাসের ধারাবাহিকতা রয়েছে, তবে আমাদের সব প্রতিবন্ধকতা উপেক্ষা করে আল্লাহর জমিনে আল্লাহর দীন প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।’
থানা আমির মশিউর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি ইমরান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জোন টিম সদস্য আব্দুল ওয়াজেদ কিরন, মোহাম্মদপুর দক্ষিণ থানা আমির মাওলানা সাখাওয়াত হোসেন প্রমুখ।