বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিখোঁজ হওয়া সেই শিব্বির দিনাজপুরে উদ্ধার

ফেসবুকে স্ট্যাটাস লিখে নিখোঁজ ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ২১ বছর বয়সী শিক্ষার্থী শিব্বির আহমেদকে দিনাজপুর থেকে উদ্ধার করা হয়েছে।

রোববার (১৯ ডিসেম্বর) রাতে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ শিব্বির আহমেদ জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে বানিয়াবাড়ী এলাকার আব্দুল্লাহ আল-ফারুকের ছেলে।

এর আগে শিব্বির আহমেদ ফেসবুকে সর্বশেষ শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে একটি স্ট্যাটাস দিয়ে নিখোঁজ হোন। তিনি কমিউটার ট্রেনযোগে ময়মনসিংহ থেকে জামালপুর আসছেন বলে পরিবারের সঙ্গে ফোনে কথাও বলেন।

এ ঘটনায় ওইদিন শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার পরিবার। তারপর থেকে পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাকে খুঁজতে থাকে।

স্ট্যাটাসে শিব্বির লিখেছিলেন, “আব্বু আম্মু ক্ষমা করে দিও, আজ বাড়ি যাওয়ার কথা ছিল, আপু মুশাব্বিরের প্রতি খেয়াল রাইখো।”

এছাড়া অন্য আরও স্ট্যাটাসে লেখেন, “ভালো থাকবে জায়গা, সুখে থাকবে শহর’, ‘ঘর, পরিবার, জায়গা ক্ষমা করে দিও” এবং ‘আল বিদা’।

শিব্বিরের খালাতো ভাই মুত্তাছিম বিল্লাহ বলেন, আমরা আগেই বলেছিলাম, শিব্বির আত্মহত্যা করার মতো ছেলে না। যাক আল্লাহর অশেষ মেহেরবানিতে তাকে অক্ষত অবস্থায় রাত ৯টার দিকে খুঁজে পেয়েছি। মূলত সে অভিমান করে সবার আড়ালে চলে গিয়েছিলো। তাছাড়া অন্য কিছু না।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ শাহ কামাল আকন্দ বলেন, ছেলেটি মূলত বাবা-মায়ের ওপর অভিমান করে নিখোঁজ হয়েছিল। নিখোঁজের পর থেকেই আমরা তাকে বিভিন্নভাবে খোঁজাখুঁজি করতে শুরু করি। পরবর্তীতে শিব্বিরের মোবাইলের কলের সূত্র ধরেই দিনাজপুরে তার সন্ধান মেলে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img