বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের কাজর ওপর নিষেধাজ্ঞা

কিরগিজস্তানে পড়াশোনার জন্য যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা এখন থেকে আর কুরিয়ার সার্ভিসের কাজ করতে পারবেন না। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) স্থানীয় সংবাদমাধ্যম কুরসিভের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

কিরগিজস্তানের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী নুরবেক আবদিয়েভ বলেন, “রাজধানী বিশকেকে যেসব বাংলাদেশি পড়াশোনার জন্য এসেছে, তাদের কুরিয়ার হিসেবে কাজ করা উচিত নয়। আমরা তাদের জরিমানা করেছি এবং কুরিয়ারের কাজে ব্যবহৃত স্কুটার জব্দ করেছি। তারা ট্রাফিক আইন ভঙ্গ করেছে। যারা এখানে পড়াশোনার জন্য এসেছে, তাদের উচিত শুধুমাত্র পড়াশোনায় মনোযোগ দেওয়া।”

তবে, যেসব প্রবাসী শ্রমিক কিরগিজস্তানে ভিসা নিয়ে গেছেন, তাদের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img