বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

জানুয়ারির মধ্যে আরো ৬ কোটি টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

আগামী জানুয়ারি মাসের মধ্যে করোনাভাইরাসের আরো ৬ কোটি টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

তিনি বলেন, ইতিমধ্যে ৯ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। আগামী জানুয়ারি মাসের মধ্যে আরো ৬ কোটি টিকা দেওয়া হবে। অর্থাৎ আগামী জানুয়ারি মাসের মধ্যে সাড়ে সাত কোটি লোক টিকা পেয়ে যাবে। আমাদের ১৩ কোটি লোককে টিকা দিতে হবে। টিকার কোনো ঘাটতি হবে না।

শনিবার (২০ নভেম্বর) বিকালে মানিকগঞ্জ শহিদ মিরাজ-তপন স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রিমিয়াম ডিভিশন ফুটবল লীগের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার টিকা দিতে পেরেছি বলেই আমরা ভালো আছি। মৃত্যুর হার এক ডিজিটে নেমে এসেছে। আক্রান্তের হারও অনেক কম। স্কুল-কলেজ খুলে দেওয়া হয়েছে, দেশ বিদেশে মানুষ যাওয়া-আসা করছে। জীবনে গতি এসেছে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর গাইডেন্স এবং সবার চেষ্টায়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img