ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের বিষয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও বর্তমান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
গতকাল সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ট্রাম্প বলেন, “আসন্ন নির্বাচনে যদি আমি জয়ী হই, “তাহলে আবারও আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি কবজা করবো।”
ট্রাম্পের মতে, আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি থেকে সৈন্যদের পলায়ন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এক অপূরণীয় ক্ষতি। কারণ এই বিমান ঘাঁটির অবস্থান আমেরিকার অন্যতম শত্রু চীনের খুব কাছাকাছি। এইখান থেকে চীনের পারমাণবিক প্রকল্প মাত্র ১ ঘন্টা দূরত্বে অবস্থান করছে।
ট্রাম্প আরো বলেন, “আপনারা ভালোভাবে দেখুন যা আমরা তালেবানদের দিয়ে এসেছি। আমাদের অবশ্যই বিমান ঘাঁটিটা থাকা উচিত ছিল। আমাদের অবশ্যই সেখানকার তেল দরকার ছিল। আমরা তাদের সেই বিমান ঘাঁটি দিয়ে এসেছি, যা ছিল বিশ্বের সবচেয়ে বড় সামরিক বিমান ঘাঁটি। আমাদের অবশ্যই একটি ভিন্ন দেশের প্রয়োজন ছিল। আর আমি আপনাদের কথা দিচ্ছি তা অবশ্যই ফিরিয়ে নিয়ে আসব।”
সূত্র: তোলো নিউজ