রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

আঞ্চলিক নিরাপত্তার জন্য আফগানিস্তানকে স্থিতিশীল রাখা জরুরি : পুতিন ও পেজেশকিয়ান

সাম্প্রতিক সময়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই বৈঠকে, আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেছেন তিনি।

গত শনিবার (১৮ জানুয়ারি) মস্কোতে ভ্লাদিমির পুতিনের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন পেজেশকিয়ান।

সংবাদ সম্মেলনে পেজেশকিয়ান বলেন, “আমরা মধ্যপ্রাচ্য ও ককেশাসসহ বিভিন্ন আঞ্চলিক বিষয় নিয়ে মতবিনিময় করেছি এবং বিশেষ করে আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছি।”

প্রসঙ্গত, তালেবানের নেতৃত্বাধীন আফগান প্রশাসনের সঙ্গে বিগত বছরগুলোতে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে ইরান ও রাশিয়া। এ বিষয়ে আফগান ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত বলেন, “আফগানিস্তানের সাথে রাশিয়া ও ইরানের সুসম্পর্ক রয়েছে। আমরা এই সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর জোর দিচ্ছি। কারণ আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা সকল দেশের জন্যই গুরুত্বপূর্ণ এবং আফগানিস্তানের নিরাপত্তা সবার জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।”

উল্লেখ্য, এর আগে তাজিকিস্তান সফর করেছেন পেজেশকিয়ান। এই সফরে দেশটির প্রেসিডেন্ট ইমোমালি রহমানের সাথে একটি বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা আঞ্চলিক উন্নয়ন, বিশেষ করে আফগানিস্তানের পরিস্থিতি ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা করেছি।”

সূত্র: তোলো নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img