রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

পণবন্দীদের তালিকা না দেয়া পর্যন্ত যুদ্ধবিরতি স্থগিত : নেতানিয়াহু

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস মুক্তিপ্রাপ্ত পণবন্দীদের নামের তালিকা না দেওয়া পর্যন্ত ‍যুদ্ধবিরতি শুরু হবে না।

রোববার (১৯ জানুয়ারি) তিনি এ ঘোষণা দেন।

নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানায়, প্রধানমন্ত্রী ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছেন যে সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি শুরু হবে না, যতক্ষণ পর্যন্ত হামাস ইসরাইলকে মুক্তিপ্রাপ্ত পণবন্দীদের নামের তালিকা না দেবে।

নেতানিয়াহুর ঘোষণার কিছুক্ষণ পরেই, হামাস যুদ্ধবিরতির প্রতি তাদের প্রতিশ্রুতি নিশ্চিত করে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়, কারিগরি সমস্যার কারণে মুক্তিপ্রাপ্ত পণবন্দীদের তালিকা প্রকাশে দেরি হচ্ছে।

সূত্র : আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img