রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

মধ্যমপন্থা অবলম্বন করছে সিরিয়ার সরকার: এরদোগান

সিরিয়ার নতুন অন্তর্বর্তীকালীন সরকার এমন একটি মধ্যপন্থী দৃষ্টিভঙ্গি প্রদর্শন করেছে যা সমস্ত ধর্মীয়, সাম্প্রদায়িক ও সকল জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করেছে। শনিবার (১৮ জানুয়ারি) একে পার্টির এক বৈঠকে এমনটিই জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

তিনি আরো বলেন, “সিরিয়ার রাজনৈতিক ও ভৌগোলিক ঐক্য নিশ্চিত করার জন্য বর্তমান প্রশাসনের প্রচেষ্টাকে সাধুবাদ জানায় তুরস্ক।”

এরদোগান বলেন, সিরিয়াকে তিন ভাগে বিভক্ত করার পরিকল্পনা ছিল ইসরাইলের। যাতে খুব সহজেই তা গিলে খেলা যায়। তবে এই পরিকল্পনা ব্যর্থ হয়েছে।

তুরস্কে আশ্রয় নেওয়া লাখ লাখ সিরিয়ানদের উদ্দেশ্য করে তিনি বলেন, কোন শরনার্থীকে তার দেশে জোরপূর্বক ফেরত পাঠাতে চায় না তুরস্ক।

তিনি আরো বলেন, একটি সমৃদ্ধ, শক্তিশালী, ও ঐক্যবদ্ধ রাষ্ট্র হিসেবে সিরিয়াকে গড়ে তোলার উদ্দেশ্যে সকল ধরনের সাহায্য ও সহযোগিতা করবে আঙ্কারা।

সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img