দেশের ইসলামী ঘরানার প্রথম অনলাইন পত্রিকা ইনসাফ এর উপদেষ্টা সম্পাদক মাওলানা সালাহউদ্দীন জাহাঙ্গীরের বড় বোন আমেনা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুর দুইটা ত্রিশ মিনিটে রাজধানীর উত্তরা সাত নাম্বার সেক্টরস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মরহুমা আমেনা বেগম কিডনি রোগে আক্রান্ত ছিলেন। আজ রাত ৯টায় ফেনীর দাগন ভুইয়া ক্রোশমুন্সী বাজারস্থ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
মরহুমার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন ইনসাফ সম্পাদক ও প্রকাশক সাইয়েদ মাহফুজ খন্দকার। এক শোকবার্তায় তিনি বলেন, আমি ইনসাফ পরিবারের পক্ষ থেকে মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তায়ালা তাকে জান্নাত নসীব করুন এবং দারাজাত বুলন্দ করে দিন। তার পরিবারের সদস্যদের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। মহান রব্বুল আলামীন মরহুমার পরিবারভুক্ত সকলকে ছবরে জামীল দান করুক। আমীন।