শনিবার, জুলাই ২৭, ২০২৪

‘মাস্ক পরতে হবে না’ বলে মানুষকে বিভ্রান্ত করছে একশ্রেণির রাজনীতিবিদ ও ধর্ম ব্যবসায়ী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, একশ্রেণির রাজনীতিবিদ ও ধর্ম ব্যবসায়ী ‘মাস্ক পরতে হবে না’ বলে অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে, জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

শনিবার (১৭ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪২নং ওয়ার্ড বেরাইদে দুস্থদের মাঝে খাবার ও ঈদসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

হানিফ বলেন, করোনা প্রতিরোধে মাস্কপরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।

হানিফ আরও বলেন, সবার জন্য টিকা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত সতর্ক থাকা জরুরি।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ বজলুর রহমান, বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য একেএম রহমতুল্লাহ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সহ-সভাপতি বশির আহমেদ, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img