ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের উপ-প্রধান সালেহ আল আরোরি বলেছেন, ইসরাইলি দখলদারিত্ব মোকাবেলার একমাত্র উপায় হচ্ছে প্রতিরোধ সংগ্রাম। ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ নামের ফিলিস্তিনবিরোধী পরিকল্পনা নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় বসতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু আমরা তাদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। কারণ আমেরিকার উদ্দেশ্য হচ্ছে এই পরিকল্পনাকে ব্যবহার করে ফিলিস্তিনি দল ও সংগঠনগুলোর মধ্যে বিরোধ সৃষ্টি করা।
রোববার (১৭ অক্টোবর) এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হামাসের এই নেতা বলেন, মার্কিন নেতৃত্বে আলোচনার যে রাজনৈতিক পন্থা তা এরিমধ্যে ব্যর্থ হয়েছে। এ পর্যন্ত আমরা যতটুকু অর্জন করেছি তা প্রতিরোধ সংগ্রামের মাধ্যমেই করেছি।
ফিলিস্তিনের আসন্ন নির্বাচন সম্পর্কে তিনি বলেন, হামাস ও ফাতাহ সহানুভূতি নিয়ে নির্বাচনে যোগ দেবে এবং ইসরাইলী ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে লড়াই চালাবে।
ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে কোনো কোনো আরব দেশের সম্পর্ক স্থাপন প্রসঙ্গে সালেহ আল আরোরি বলেন, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন এর মাধ্যমে ফিলিস্তিন ইস্যুর মৃত্যু ঘটানোর চেষ্টা করছে।