শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

তাপমাত্রা আরো বাড়বে: আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা আরও বাড়বে।

মঙ্গলবার (১৭ মার্চ) রাতে এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদ-দেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

এ অবস্থায় বুধবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় ঢাকায় দক্ষিণ-পশ্চিম অথবা পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে

ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। তবে দমকা হাওয়া অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই। নেই বৃষ্টিপাতের আভাসও।

আবহাওয়া অফিস বলছে, আগামী পাঁচদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img