অন্যায়ভাবে কারারুদ্ধ ও উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলায় জর্জরিত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে দায়েরকৃত আল কাদের ট্রাস্ট বা ১৯০ মিলিয়ন পাউন্ড রেফারেন্স মামলার রায় দেওয়া হবে আগামীকাল।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এবিষয়ে ইমরান খান ও তার স্ত্রীর উকিলদের নোটিশ পাঠায় দেশটির ইহতেসাব আদালত।
ডন নিউজের তথ্যমতে, নোটিশে বলা হয়, আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ১১টায় (বাংলাদেশ সময়: সাড়ে ১২টায়) ১৯০ মিলিয়ন পাউন্ড রেফারেন্স মামলার রায় শুনানো হবে। বিচারক নাসির জাভেদ রানা সংরক্ষিত রায় পড়ে শুনাবেন।
সংবাদমাধ্যমের তথ্যমতে, আল কাদের ট্রাস্ট বা ১৯০ মিলিয়ন পাউন্ড রেফারেন্স মামলার ট্রায়াল গত বছর ১৮ ডিসেম্বর শেষ হয়। ২৩ ডিসেম্বর এর প্রাথমিক রায় শুনানোর কথা থাকলেও ছুটি ও বিভিন্ন কারণে মুলতবি করে ৬ জানুয়ারি নির্ধারণ করা হয়। পরবর্তীতে ১৩ ও ১৪ জানুয়ারি আরো দুই দফা স্থগিত হওয়ার পর বর্তমানে ১৭ জানুয়ারি শুক্রবার এর তারিখ নির্ধারণ করে আদালত। এতে ইমরান খান ও তার স্ত্রীর উপস্থিতি নিশ্চিত করার প্রতি জোর দেওয়া হয়।
আল কাদের ট্রাস্ট মামলা কী?
২০১৮ সালে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) মালিক রিয়াজ নামী পাকিস্তানি রিয়েল এস্টেট কিং ও ধনকুবেরের সাথে তার ১৯০ মিলিয়ন ইউরো সমপরিমাণ সম্পদের প্রশ্নে একটি সমঝোতায় পৌঁছে।
মূলত এনএসি যুক্তরাজ্যের ৮টি ব্যাংকে ১০০ মিলিয়নের উপর অলস সম্পদের উপস্থিতি টের পায়। এই সম্পদ কোনো বিদেশী রাষ্ট্র থেকে অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেছে বলে তাদের সন্দেহ হয়। তদন্তে যুক্তরাজ্য প্রবাসী পাকিস্তানি রিয়েল এস্টেট কিং মালিক রিয়াজের মালিকানার বিষয়টি সামনে উঠে আসে। এবং তার সকল সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়। এই সংকট কাটিয়ে উঠতে তারা যুক্তরাজ্য সরকারের সাথে একটি সমঝোতায় যাওয়ার প্রস্তুতি নেয়।
অপরদিকে পাকিস্তান সুপ্রিম কোর্টও তার রিয়েল এস্টেট কোম্পানি বাহরিয়া টাউন লিমিটেডের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়। কেননা তার কোম্পানি করাচির উপকণ্ঠে মালি জেলায় হাজার হাজার একর জমি বেআইনিভাবে অধিগ্রহণ করেছিলো।
বাহরিয়া টাউন লিমিটেড আইনি প্রক্রিয়ায় অনেক দেনদরবারের পর শেষমেশ পাকিস্তান সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত দেয় যে, মালিক রিয়াজের রিয়েল এস্টেট কোম্পানি বাহরিয়া টাউনকে বন্দোবস্ত বকেয়া ও জরিমানা স্বরূপ ৪৬০ বিলিয়ন পাকিস্তানি রুপি আদায় করতে হবে।
অপরদিকে যুক্তরাজ্য সরকারের সাথেও সমঝোতায় পৌঁছতে সফল হয়েছিলো পাকিস্তানি রিয়েল এস্টেট কিং মালিক রিয়াজ। যুক্তরাজ্য সরকারের সাথে সফল সমঝোতার পর এক টুইট বার্তায় তিনি ঘোষণা দেন যে, যুক্তরাজ্যে সন্দেহের বশে তার যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিলো, ফেরত পাওয়া সেই সম্পদ থেকে নির্দিষ্ট পরিমাণ কিছু অর্থ তিনি পাকিস্তান সরকারকে দিতে চান। কিন্তু সরকারের একাউন্টের পরিবর্তে তা পাকিস্তান পৌঁছে সুপ্রিম কোর্টের একাউন্টে। এনিয়ে পাকিস্তানে কিছু সমস্যা দেখা দেয়।
এছাড়া মালিক রিয়াজের কোম্পানি যেহেতু আল কাদের ইউনিভার্সিটি প্রতিষ্ঠায় স্পনসরও করছিলো আর ইমরান খান ও তার স্ত্রী বুশরা সেই ভার্সিটির ট্রাস্টি বোর্ডের প্রধান, তাই এসব ঘটনার প্রেক্ষিতে তৎকালীন ইমরান সরকারের বিরোধী পক্ষরা তাদের বিরুদ্ধে অর্থ ও স্থাবর সম্পত্তি গ্রহণের অভিযোগ উঠায়।
তারা বলতে থাকেন, মালিক রিয়াজের অবৈধ কর্মকাণ্ডকে বৈধতা দিতে ইমরান খান ও বুশরা বিবি ৫০ বিলিয়ন পাকিস্তানি রুপি ও কয়েক শত কানাল (১কানাল=৬০৫ বর্গগজ। এটি ব্রিটিশ শাসনের সময় উদ্ভাবিত পাকিস্তানের জমির পরিমাপ।) পরিমাণ জমি গ্রহণ করেছেন। আর এর ভিত্তিতেই মামলা দায়ের করে ন্যাশনাল একাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) বা ন্যাব।