গাজ্জায় যুদ্ধবিরতি চুক্তি হওয়ায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রশংসা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
তিনি বলেন, বিশ্ব আজ বুঝতে পেরেছে যে, গাজ্জার জনগণের ধৈর্য এবং ফিলিস্তিনি প্রতিরোধের অবিচল দৃঢ়তা ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে পিছু হটতে বাধ্য করেছে।
বুধবার (১৫ জানুয়ারি) ইরানের সর্বোচ্চ নেতার তথ্য কেন্দ্র থেকে প্রকাশিত একটি বিবৃতিতে তিনি এ কথা বলেন।
খামেনি বলেন, ইতিহাসের বইগুলোতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে-একদিন ইহুদিবাদী একটি গোষ্ঠী গাজাবাসীদের ওপর সবচেয়ে জঘন্যতম অপরাধ চালিয়ে হাজার হাজার নারী ও শিশুকে হত্যা করেছিল এবং শেষ পর্যন্ত তারা পরাজিত হয়েছিল।