বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

বঙ্গবন্ধু আমাদের অস্থিত্ব; তিনি ছাড়া কিছুই নেই: জাতীয় পার্টির মহাসচিব

বঙ্গবন্ধু আমাদের অস্থিত্ব; তিনি ছাড়া কিছুই নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের একার নয়, বঙ্গবন্ধু সবার। বঙ্গবন্ধু সব কিছুর ঊর্ধ্বে। বঙ্গবন্ধু আমাদের অস্থিত্ব, তিনি ছাড়া কিছুই নেই। আপনারা সব সময় বঙ্গবন্ধুকে দূরে সরিয়ে নিতে চান। তাকে দূরে সরিয়ে নেবেন না।

সোমবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সৃজনশীল অর্থনীতির জন্য জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা-ইউনেস্কো ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ফ্লিড অব ক্রিয়েটিভ ইকোনমি’ শীর্ষক পুরস্কার প্রবর্তন করায় উপস্থাপিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি আসেনি। যেখানে জাতীয় পার্টির প্রার্থী আছে, সেখানে তাদের ওপর চাপ দেওয়া হচ্ছে। আমাদের প্রার্থীকে আওয়ামী লীগের এমপি-নেতারা চাপ দেয় প্রার্থিতা তুলে নেওয়ার জন্য। এটা যাতে না হয়, জোর জবরদস্তি যাতে না করা হয়, এ জন্য নির্দেশ দেওয়ার আহ্বান জানাচ্ছি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img