আগামী সপ্তাহে তুরস্ক সফরে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মুহাম্মদ বিন জায়েদ।
সোমবার (১৫ নভেম্বর) তুরস্কের কর্মকর্তাদের বরাত দিয়ে ডেইলি সাবাহর খবরে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়, তুরস্কে দশ বছরের মধ্যে এটি হতে যাচ্ছে আরব আমিরাতের যুবরাজের প্রথম সফর। আগামী ২৪ নভেম্বর তিনি তুরস্কে যাবেন বলে ধারণা করা হচ্ছে।
তুরস্ক ২০১৬ সালে ব্যর্থ অভ্যুত্থানে অর্থায়ন ও লিবিয়ায় তুরস্কের স্বার্থ ক্ষুণ্ন করার অভিযোগ এনেছিল আরব আমিরাতের বিরুদ্ধে। এরপর থেকেই তুরস্কের সাথে সম্পর্কের অবনতি ঘটে আমিরাতে। তবে এবার তুরস্কের কর্মকর্তারা আরব আমিরাতের যুবরাজের পরিকল্পিত আঙ্কারা সফরকে ‘নতুন যুগের শুরু’ বলে বর্ণনা করেছেন।
আমিরাতের যুবরাজের তুরস্ক সফর সম্পর্কে অবগত একটি সূত্র জানায়, সম্প্রতি দেশীয় প্রযুক্তির মাধ্যমে অস্ত্র উৎপাদনে তুরস্কের ক্রমবর্ধমান উন্নতি আঙ্কারার প্রতি আরব আমিরাতের আগ্রহ বেড়ে যাওয়ার অন্যতম কারণ।
আবুধাবি বিনিয়োগ কর্তৃপক্ষ এবং আমিরাতের অন্যান্য কোম্পানি তুরস্কের স্বাস্থ্য খাত, ফিনটেক এবং বিভিন্ন খাত নিয়ে আগ্রহী।