বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪

বেফাকের উচ্চ মাধ্যমিক (সানাবিয়া’উলয়া) পরিক্ষায় সারা দেশে সেরা যারা

দেশের সর্ববৃহৎ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-বেফাকের ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের গড় পাসের হার ৭৬.০৯।

এবার সানাবিয়া’উলয়া (উচ্চ মাধ্যমিক) জামাতে পুরুষ শাখায় মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে ঢাকার মাদরাসা বাইতুল উলূম ঢালকানগরের সালাহ উদ্দীন তালহা। তার প্রাপ্ত নম্বর ৬৭৮।

২য় স্থান অধিকার করেছে নারায়ণগঞ্জের জামিয়া রব্বানিয়া আরাবিয়ার মো: ইবরাহীম হাওলাদার। তার প্রাপ্ত নম্বর ৬৭৭।

৩য় স্থান অধিকার করেছে নারায়ণগঞ্জের আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলূম মাদানী নগর ম্নাদরাসার মো: সাইফুল তার প্রাপ্ত নম্বর ৬৭৬।

মহিলা শাখায়


মেধা তালিকায় মহিলা শাখায় শীর্ষস্থান অধিকার করেছে ঢাকার যাত্রাবাড়ীর তালীমুল কুরআন বালিকা মাদরাসার মালিহা আক্তার ফাতেমা। তার প্রাপ্ত নম্বর ৬৬১।

২য় স্থান অধিকার করেছে ঢাকার রামপুরা জাতীয় মহিলা মাদরাসার জান্নাতুল মাওয়া রিপা। তার প্রাপ্ত নম্বর ৬৬০।

৩য় স্থান অধিকার করেছে গাজীপুর জেলার দারুল হিকমাহ মহিলা মাদরাসার মোছাম্মৎ আয়েশা সিদ্দিকা। তার প্রাপ্ত নম্বর ৬৪৯।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img