বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪

সারা দেশে ফযীলত জামাতে মেধা তালিকায় ছাত্রীদের মধ্যে শীর্ষ তিনে যারা

দেশের সর্ববৃহৎ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-বেফাকের ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের গড় পাসের হার ৭৬.০৯।

এবার ফযীলত (মেশকাত) জামাতে মহিলা শাখায় মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে ঢাকা জেলার জামিয়া মিল্লিয়া মাদানিয়া আরাবিয়া (মিরপুর আজমা মহিলা মাদরাসা) ব্লক-ত, মিরপুর-১২, এর নাদিয়া রহমান। তার প্রাপ্ত নম্বর ৬৬২।

২য় স্থান অধিকার করেছে ঢাকা জেলার জামিয়াতুত তায়্যিবাত, বাড়ি-২০২, রোড-৬ মোহাম্মদপুরের মারজিয়া আক্তার বাহিজা। তার প্রাপ্ত নম্বর ৬৫৯।

৩য় স্থান অধিকার করেছে নারায়ণগঞ্জ জেলার ইব্রাহীমিয়া আমীনিয়া মহিলা মাদরাসা, আটি ওয়াপদা, সিদ্ধিরগঞ্জের মোসাম্মৎ আয়েশা সিদ্দিকা। তার প্রাপ্ত নম্বর ৬৫২।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img