গত আগস্টে ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন আফগান নিহতদের ঘটনায় দায়ী কোনও মার্কিন সেনা বা কর্মকর্তাকে বিচারের মুখোমুখি করা হবে না বলে জানিয়েছে আমেরিকা।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সূত্রে এই সংবাদ পাওয়া যায়।
দীর্ঘ ২০ বছর রক্তক্ষয়ী যুদ্ধের পর মার্কিনীদের পরাজিত করে আফগানিস্তানে তালেবান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর এটি ছিল উল্লেখযোগ্য বড় এক হত্যাকাণ্ড। মার্কিন বাহিনীর ওই হামলায় এক ত্রাণকর্মী এবং তার পরিবারের নয় সদস্য নিহত হয়। এদের মধ্যে সাত জনই শিশু।