বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

লেবাননে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সেও হামলার হুমকি দিয়েছে ইসরাইল

লেবাননে একের পর এক হামলা চালাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এরমধ্যে আবারও দেশটির দক্ষিণ অঞ্চলের বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার হুমকি দিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সেই সঙ্গে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সেও আক্রমণ করা হবে বলে হুমকি দিয়েছে বর্বর ইসরাইলি বাহিনী।

রবিবার (১৩ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম দি গার্ডিয়ান।

ইসরাইলের পক্ষ থেকে হুমকিটি শনিবার দেওয়া হয়েছিল। দক্ষিণ লেবাননের ২৩ টি গ্রামের বাসিন্দাদের আওয়ালী নদীর উত্তর অঞ্চলে সরে যেতে বলা হয়। এই গ্রামগুলোতে এর আগেও হামলা চালায় ইসরাইলি বাহিনী। ফলে গ্রামগুলো অনেকটাই জনমানবহীন রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরাইলি হামলায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের তিনজন কর্মী আহত হয়েছে।

সূত্র: গার্ডিয়ান

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img