দীর্ঘ একযুগ পর মিশর সফরে গেলেন তুরস্কের প্রেসিডেন্ট ও মুসলিম বিশ্বের অন্যতম নেতা রজব তাইয়েব এরদোগান। ২০১২ সালের পর কায়রোতে এটিই তার প্রথম সফর। গাজ্জায় যুদ্ধ নিয়ে এই সফরে আলোচনা করবেন এরদোগান।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) কায়রো বিমানবন্দরে এরদোগানকে স্বাগত জানান মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
ফিলিস্তিনের গাজ্জা যুদ্ধে দখলদার ইসরাইলের আচরণের কড়া সমালোচনা করে এরদোগান সোমবার (১৩ ফেব্রুয়ারি) বলেছেন, তিনি সিসির সঙ্গে রক্তপাত বন্ধের প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন।
তার মিশর সফরের সময়সূচী হামাসের সাথে মিলে গেছে। হামাস বুধবার মিশর, কাতার এবং মার্কিন আমেরিকার মধ্যস্থতায় আলোচনার জন্য কায়রোতে একটি প্রতিনিধি দল পাঠিয়েছে।