আবারও হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে।
শনিবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, কয়েক দিন আগে তাকে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া।
আজ আবার ফলোআপের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এ সময় গাড়িতে সঙ্গে আছেন তার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান।