পুনরায় দূতাবাস চালুর পর ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী ও সৌদি রাষ্ট্রদূত ফয়সাল তালাক আল বাকমীর মাঝে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) কাবুলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আফগান-সৌদি দ্বিপাক্ষিক সম্পর্ক ও সুযোগ-সুবিধা বৃদ্ধি, সৌদিতে বসবাসরত আফগানদের কনস্যুলার সেবা সহজকরণ নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকী আফগান-সৌদি সম্পর্ককে অমূল্য ও ঐতিহাসিক বলে আখ্যায়িত করেন। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে নিয়মিত বৈঠক ও সৌহার্দ্য বিনিময়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। সৌদিতে বসবাসরত আফগান নাগরিকদের কনস্যুলার পরিষেবা সহজ করতে, আফগানদের সুযোগ-সুবিধা ও হজ্ব-ওমরার কোটা বাড়াতে আনুষ্ঠানিকভাবে সৌদি সরকারের নিকট অনুরোধ জানান।
কাবুলে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত বাকমীও দু’দেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করেন। মাওলানা মুত্তাকী ও তালেবান নেতৃত্বাধীন ইমারাত সরকারের কৃতজ্ঞতা প্রকাশ করেন। আফগানিস্তানের প্রতি সৌদি সরকারের যে প্রতিশ্রুতি ছিলো পুনরায় দূতাবাস খোলায় তা পূরণ করা আরো সহজ হবে বলে আশা প্রকাশ করেন। বিভিন্ন খাতে একে অপরকে সহযোগিতা করার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এর পূর্বে মাওলানা আমির খান মুত্তাকী সৌদি রাষ্ট্রদূত ফয়সাল তালাক বাকমীকে উষ্ণ অভ্যর্থনা জানান।
সংবাদমাধ্যমের তথ্যমতে, এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ২০২৪ এর ২৪ ডিসেম্বর পুনরায় কাবুলে দূতাবাস চালু করে সৌদি। এর আগে ২০২৩ এর ২ ফেব্রুয়ারি দায়েশ খারেজীদের হামলার প্রবল আশঙ্কা থাকায় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের সরিয়ে নিয়েছিলো দেশটি। ঘোষণা দিয়েছিলো কাবুলে অনির্দিষ্টকালের জন্য দূতাবাস কার্যক্রম বন্ধ রাখার।
সূত্র: আল ইমারাহ