আসাদ পতন পরবর্তী সিরিয়ার পরিস্থিতি নিয়ে আরব ও সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠকের আয়োজন করেছে সৌদি আরব।
বৈঠকে সৌদি আরব, সিরিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, মিশর, ইরাক, জর্ডান, এবং লেবাননের পররাষ্ট্রমন্ত্রীরা অংশগ্রহণ করেন। এছাড়া আরব লীগের প্রধান আহমেদ আবুল গেইট এবং গালফ কোঅপারেশন কাউন্সিলের মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইওয়ি উপস্থিত ছিলেন।
রোববার (১২ জানুয়ারি) সৌদি আরবের রাজধানী রিয়াদে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
আরব মন্ত্রী পর্যায়ের বৈঠকের পর একটি আন্তর্জাতিক বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে আরব পররাষ্ট্রমন্ত্রী এবং তুরস্ক, ব্রিটেন ও জার্মানির শীর্ষ কূটনীতিকরা অংশগ্রহণ করবেন।
সৌদি টেলিভিশন চ্যানেল আল-ইখবেরিয়া জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইতালি উপ-পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকে অংশগ্রহণ করবে। সিরিয়ার জাতিসংঘের বিশেষ দূত গেইর পেডারসেনও পরিকল্পিত বৈঠকে যোগ দিতে রিয়াদে পৌঁছেছেন।
আল-ইখবেরিয়া আরও জানিয়েছে, রোববারের বৈঠকটি সৌদি আরবের সিরিয়াকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পুনঃএকীকরণের প্রচেষ্টার প্রতিফলন।
গত ৮ ডিসেম্বর বিপ্লবীরা দামেস্কের নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে প্রায় ২৫ বছর ধরে সিরিয়ার ক্ষমতায় থাকা স্বৈরশাসক বাশার আল-আসাদ রাশিয়ায় পালিয়ে যান। এর মধ্য দিয়ে বাথ পার্টির কয়েক দশক ধরে চলা শাসনের অবসান ঘটে।
বিপ্লবী নেতা আবু মুহাম্মাদ আল-জুলানীর নেতৃত্বে হায়াত তাহরির আল-শাম দুই সপ্তাহেরও কম সময়ে পুরো সিরিয়াকে নিয়ন্ত্রণে নেয়। ইতোমধ্যে সিরিয়ায় একটি নতুন সরকার গঠন করা হয়েছে।
সূত্র : আনাদোলু এজেন্সি