আমেরিকা ও ইউরোপের প্রত্যক্ষ মদদে গাজ্জায় গণহত্যা চালিয়ে যাওয়া ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে রক্ষায় ফিলিস্তিন স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে নিশ্চিহ্ন ও ফিলিস্তিনি শিশুদের ইসরাইল বান্ধব বিকৃত শিক্ষা প্রদানের পরামর্শ দিলেন বিশ্বের শীর্ষ ধনীদের অন্যতম ইলন মাস্ক।
সম্প্রতি জার্মানির উগ্রবাদী রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ডের এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি একথা জানান।
অনুষ্ঠানে অল্টারনেটিভ ফর জার্মানি নামে সমধিক পরিচিত উগ্রবাদী দলটির কো-চেয়ারম্যান অ্যালিস উইডেলের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসরাইল কে রক্ষায় তিনটি পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরী। প্রথমত যা অবশ্যই করতে হবে, যারা ইসরাইলকে নিশ্চিহ্ন করতে চায় তাদের নিশ্চিহ্ন করতে হবে। বিশেষত হামাসকে।
দ্বিতীয়ত, শিক্ষাব্যবস্থা ঠিক করতে হবে। যেনো ফিলিস্তিনিরা শৈশবেই ইসরাইল বিদ্বেষী না হয়ে উঠে এবং ইসরাইলকে ধ্বংস করতে না চায়। তাই শিক্ষায় পরিবর্তন আনা অত্যন্ত জরুরী।
তৃতীয় পদক্ষেপ যা পুর্বের দুটির ন্যায় সমান গুরুত্বপূর্ণ বরং সবচেয়ে কঠিনও, ফিলিস্তিনিদের নিয়ন্ত্রিত এলাকাকে সমৃদ্ধ করে তোলা। এটি কঠিন হলেও এর বাস্তবায়ন জরুরী। সেখানে উন্নয়ন ও সমৃদ্ধি নিয়ে আসতে হবে। ফিলিস্তিন পুনর্গঠন করতে হবে।
তিনি তার এ পরামর্শের ব্যাপারে আরো বলেন, আমি ইসরাইলে অনেক ব্যক্তিত্বদের সাথে এই 3টি পদক্ষেপ নিয়ে আলোচনা করেছিলাম। তারা আমায় জিজ্ঞেস করেছিল, অতীতে তৃতীয় ধাপটি কখনো কাজ করেছিল কী ? তখন আমি তাদেরকে প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তির কথা স্মরণ করিয়ে দিই। যা জার্মানির জন্য ছিল অন্যায্য এবং প্রচুর অস্বস্তির কারণ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি ও জাপান পরাজয় বরণের পর আমেরিকা তাদের পুনর্গঠনে সহায়তা করেছিল। দেশ পুনর্গঠনে আর্থিক সহায়তা প্রদান করেছিলো। আপনারা দেখছেন, জাপান ও জার্মানি উভয়েই বর্তমানে আমেরিকার মিত্র।
সূত্র: মিডল ইস্ট মনিটর