সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

লেবাননের নতুন প্রেসিডেন্টকে সিরিয়ার বিপ্লবী সরকার প্রধানের অভিনন্দন

লেবাননের নতুন প্রেসিডেন্ট জোসেফ আউনকে অভিনন্দন জানালেন সিরিয়ার বিপ্লব পরবর্তী সরকার প্রধান আহমদ শর’আ বা আবু মুহাম্মদ জুলানী।

রবিবার (১২ জানুয়ারি) ফোনে প্রেসিডেন্ট আউনকে অভিনন্দন জানান তিনি।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার তথ্যমতে, লেবাননের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আহমদ শর’আ জোসেফ আউনকে অভিনন্দন জানিয়ে দু’দেশের মধ্যকার ইতিবাচক সম্পর্কের কথা স্মরণ করিয়ে দেন। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন ও এর উপর গুরুত্বারোপ করেন। পদের মর্যাদা বজায় রাখতে যথাযথ ভূমিকা রাখার আহবান জানান।

জোসেফ আউন এসময় আহমদ শর’আর কৃতজ্ঞতা প্রকাশ করেন। অভিন্ন স্বার্থের উপর ভিত্তি করে লেবানন সিরিয়ার সাথে সম্পর্ক বজায় রাখবে বলে জানান। অভিন্ন স্বার্থের ব্যাপারে প্রাথমিক আলাপ করেন।

সংবাদমাধ্যমের তথ্যমতে, দুই বছরের শূন্যতা কাটিয়ে গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জোসেফ আউনকে লেবাননের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচিত করে দেশটির পার্লামেন্ট। ১২৮ সাংসদের ৯৯ জন তার পক্ষে রায় দেওয়ায় তাকে প্রেসিডেন্ট মনোনীত করা হয়।

দেশটির সংবিধান অনুযায়ী, লেবাননের প্রেসিডেন্টের ম্যারোনাইট খ্রিস্টান হওয়া আবশ্যক। ম্যারোনাইট হলো, সিরিয়ার একটি খ্রিস্টান নৃ-ধর্মীয় গোষ্ঠী যারা ম্যারোনাইট চার্চের সদস্য ও ৪র্থ শতাব্দীর সিরিয়ান খ্রিস্টগুরু সেন্ট ম্যারনের অনুসারী।

এছাড়া প্রধানমন্ত্রীকে হতে হয়, সুন্নি মুসলিম ও স্পিকারকে শিয়া।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img