বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

লুটের টাকা জোগান দেওয়াই সরকারের প্রধান কাজে পরিণত হয়েছে: জোনায়েদ সাকি

লুটের টাকা জোগান দেওয়াই বর্তমান সরকারের প্রধান কাজে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান আহ্বায়ক জোনায়েদ সাকি।

তিনি বলেন, এ দেশের মানুষ ঘরে বসে, বাসে উঠে ও বাজারে গিয়ে টের পাচ্ছেন জীবনযাত্রার ব্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে। ডিজেল-কেরোসিনের দাম বৃদ্ধির মাধ্যমে যার সবশেষ উদাহরণ দেখলাম আমরা। লুটের টাকা জোগান দেওয়াই বর্তমান সরকারের প্রধান কাজে পরিণত হয়েছে।

শুক্রবার (১২ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ডিজেল-কেরোসিনের মূল্যবৃদ্ধি ও পরিবহনে বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবিতে গণসংহতি আন্দোলন আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, আজ বাংলাদেশে এমন একটি সরকার ক্ষমতায় আছে যারা তথাকথিত উন্নয়নের নামে এমন সব বড় বড় প্রকল্প হাতে নিয়েছে যার মাধ্যমে হাজার কোটি টাকা লুটপাট করছে। সেই টাকা জোগান দিতে মানুষের পকেট কাটা হচ্ছে।

তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি– করোনাকালে মানুষের কাজ নাই, নতুন নতুন বিনিয়োগ নাই। সরকারের এ নিয়ে সামান্য চিন্তাও নাই। মরার উপর খাঁড়ার ঘা হিসেবে সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধি করে মানুষের ওপর স্টিমরোল চালানো হচ্ছে। সরকার এসব চালাতে পারছে কারণ জনগণকে তারা তোয়াক্কা করে না।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img