বৃহস্পতিবার, মে ৯, ২০২৪

রাফাহতে ইসরাইলি আক্রমণ ঠেকাতে জরুরি জাতিসংঘকে বৈঠকের আহ্বান জানাল সৌদি

দক্ষিণ গাজ্জা উপত্যকার রাফাহ শহরে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বরোচিত আগ্রাসন ঠেকাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন সৌদি আরব।

সৌদি প্রেস এজেন্সি এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে।

প্রসঙ্গত, গাজ্জা উপত্যকার মধ্যে রাফাহ শহর ফিলিস্তিনি জনগণের জন্য শেষ নিরাপদ আশ্রয়স্থল। গত শুক্রবার, এই শহরে সেনাবাহিনীকে আক্রমণ চালানোর প্রস্তুতি গ্রহণের কথা জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বিবৃতিতে বলা হয়েছে, “গাজ্জার রাফাহ শহরে ইসরাইলি আক্রমণের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করছে সৌদি আরব। যেখানে ইতিমধ্যে ইসরাইলি আগ্রাসন থেকে বাঁচতে ফিলিস্তিনিরা আশ্রয় গ্রহণ করেছে। আর এটিই তাদের সর্বশেষ আশ্রয়স্থল।”

বিবৃতিতে, ফিলিস্তিনিদের জোরপূর্বক উপত্যকা থেকে নির্বাসনের বিরোধীতা করা হয়েছে। সেই সঙ্গে এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানানো হবে বলেও জানান হয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিট

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img