সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪

লন্ডনে বন্ধ হতে যাচ্ছে আফগান দূতাবাস

আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে লন্ডনে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। বৃটেনের অনুরোধের ভিত্তিতে দূতাবাসটি বন্ধ হতে যাচ্ছে বলে জানিয়েছেন লন্ডনের সাবেক আফগান রাষ্ট্রদূত জালমাই রসুল।

এক টুইটার বার্তায় এ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

রসুল বলেন, “লন্ডনে আফগান দূতাবাস বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ব্রিটেন সরকারের নির্দেশে আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে দূতাবাসের সকল ধরনের কাজ সমাপ্ত করা হবে।”

ইউরোপের দেশগুলোতে আফগান দূতাবাস বন্ধের বিষয়টি ইতিবাচক দৃষ্টিতে দেখছেন বিশেষজ্ঞরা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইয়েদ রসুল মৌসাভি বলেন, এটি একটি ইতিবাচক পদক্ষেপ। এমন পদক্ষেপের মাধ্যমে ইউরোপীয় দেশগুলো আফগানিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের সাথে ঘনিষ্ট হওয়ার সুযোগ পাবে।

এর আগে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, লন্ডন, বেলজিয়াম, সুইডেন, নরওয়ে, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, ইতালি, গ্রীস, ফ্রান্স, পোল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া এবং জার্মানির মতো দেশগুলোতে আফগান কনস্যুলার রয়েছে। তবে আফগান সরকারের সাথে তাদের সম্পৃক্ততার অভাবে কনস্যুলার পরিষেবা অকার্যকর রয়েছে।

সূত্র: তোলো নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img