পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানকে গ্রেফতারের পর পাকিস্তানজুড়ে শুরু হওয়া বিক্ষোভে ৪ জন নিহত হয়েছে।
বুধবার (১০ মে) দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ইমরান খানকে গ্রেপ্তারের পর রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক সেনাবাহিনী মোতয়েন করা হয়েছে।
সূত্রে জানা যায়, বিক্ষোভকারী ইমরান খানের কয়েক হাজার সমর্থককে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। শুধুমাত্র পাঞ্জাব থেকেই গ্রেপ্তার করা হয়েছে ৯৪৫ জনকে।
সংঘাতের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইমরান খানের কয়েক হাজার সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র : জিও নিউজ