বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪

এবার ইসলামাবাদ থেকে গ্রেফতার হলেন শাহ মেহমুদ কুরেশি

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং মহাসচিব আসাদ উমরের গ্রেফতারের পর এবার গ্রেফতার হলেন দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান শাহ মেহমুদ কুরেশি।

বুধবার (১০ মে) ইসালামাদ রেড জোন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম এআরওয়াই নিউজ।

সূত্রে জানা যায়, শাহ মেহমুদ কুরেশিকে ১৯৬০ সালের মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অর্ডিন্যান্সের ৩ ধারায় তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের পূর্বে এক বিবৃতিতে শাহ মেহমুদ কুরেশি ইমরান খানের ‍মুক্তি না হওয়া পর্যন্ত দলের কর্মীদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, এ ধরনের গ্রেপ্তার ও হুমকি আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ করা থেকে বিরত রাখতে পারবে না।

সূত্র : এআরওয়াই নিউজ
spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img