বুধবার, মে ৮, ২০২৪

গাজ্জার যুদ্ধ শেষ করতে তাৎপর্যপূর্ণ উপায় খুজছে মার্কিন যুক্তরাষ্ট্র: তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইসরাইল-ফিলিস্তিন সংঘাত বন্ধের জন্য তাৎপর্যপূর্ণ উপায় খুঁজতে সম্মত হয়েছে আঙ্কারা ও ওয়াশিংটন।

শনিবার (৯ মার্চ) ওয়াশিংটনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেনের মধ্যে একটি কৌশলগত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শেষে এক বিবৃতিতে এ বিষয়টি জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, “গাজ্জায় সংঘাত নিরসনের উপায় খুঁজে বের করা ও অবরুদ্ধ ছিটমহলের মানবিক সংকট কাটিয়ে ওঠার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে তুরস্ক ও মার্কিন যুক্তরাষ্ট্র।”

বিবৃতিতে আরো বলা হয়েছে, আঙ্কারা ও ওয়াশিংটনের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সন্ত্রাসবাদের বিরুদ্ধে সহযোগিতা বৃদ্ধি করতে কাউন্টার টেরোরিজম পরামর্শ পুনরায় চালু করেছে তুরস্ক-যুক্তরাষ্ট্র।

বিবৃতিতে বলা হয়েছে, উন্নত প্রতিরক্ষা শিল্প সহযোগিতার ক্ষেত্রে তৈরি হওয়া সুযোগগুলো কাজে লাগানোর চেষ্টা করবে তুরস্ক ও যুক্তরাষ্ট্র। পাশাপাশি উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে বিবৃতিতে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img