বুধবার, মে ১৫, ২০২৪

আজ খলীফা আব্দুল হামীদ ছানীর ১০৫ তম মৃত্যুবার্ষিকী

আজ সালতানাতে উসমানিয়ার ৩৪ তম সুলতান খলীফা আব্দুল হামীদ ছানীর ১০৫ তম মৃত্যুবার্ষিকী।

সুলতান আব্দুল মাজীদের পুত্র আব্দুল হামীদ ছানী ১৮৪২ সালের ২১ সেপ্টেম্বর কুস্তুন্তুনিয়ায় জন্মগ্রহণ করেন।

সালতানাতে উসমানিয়ার সর্বশেষ সুলতান আব্দুল হামীদ ছানী ১৮৭৬ সালের ৩১ আগস্ট থেকে ১৯০৯ সালের ২৭ এপ্রিল পর্যন্ত উসমানী রাষ্ট্র শাসন করেন।

সুলতান আব্দুল হামীদ ছানীর শাসনকালকে নানা দিক থেকে অনেক জটিল মনে করা হয়। কেননা, তাঁর শাসনকালে একদিকে ইংরেজরা পৃথিবীতে নতুন শাসন প্রতিষ্ঠার জন্য উৎ পেতে থাকে আর অন্যদিকে ইহুদিরা ফিলিস্তিনি ভূখণ্ডে আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ষড়যন্ত্র করছিল।

রাজনীতিতে পুরো দুনিয়ায় প্রসিদ্ধ ও গ্রহনযোগ্য সুলতান আব্দুল হামীদ ছানী স্বীয় কৌশল ও কুশলতায় সর্বদা শত্রুদের মোকাবিলা করেছিলেন। তাঁর ওপর কয়েকবার প্রাণঘাতী হামলা হওয়ার পরও তিনি ইসলামী দুনিয়ার সেবায় নিয়োজিত ছিলেন।

খলীফা আব্দুল হামীদ ছানীর গৌরবগাঁথা কীর্তির মধ্যে উসমানী আইনকানুনের নিফায ও বাস্তবায়ন এবং উসমানী রাষ্ট্রকে সমস্ত আরব ভূখণ্ড ও পবিত্র হিজাযের সাথে সংযোগস্থাপনকারী রেললাইনের নির্মানকাজ শামিল রয়েছে।

ব্রিটিশ ও ইহুদীদের শত শত ষড়যন্ত্রকে সাহসীকতার সাথে প্রতিরোধকারী এই মুজাহিদ ১৯১৮ সালের ১০ ফেব্রুয়ারী ৭৫ বছর বয়সে ইন্তেকাল করেন।

তাঁর বিজয়গাঁথা ও কর্মমালা ইতিহাসে সর্বদা সোনালী হরফে লেখা থাকবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img