সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪

প্রতি কেজি পেঁয়াজে দাম বেড়েছে ২০ টাকা

হঠাৎ করেই রাজধানীর বাজারগুলোতে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে ২০ টাকা। ব্যবসায়ীদের দাবি দেশি পেঁয়াজের মজুদ ফুরিয়ে আসায় এই দাম বেড়েছে।

তারা জানান, দেশি পেঁয়াজের যে মজুদ ছিল তা প্রায় শেষ হয়ে এসেছে। এ কারণে এখন পেঁয়াজের দাম বাড়তি। তবে মুড়ি কাটা (পাতাসহ) পেঁয়াজ আসতে শুরু করেছে। তাই এবার পেঁয়াজের দাম খুব বেশি বাড়ার সম্ভাবনা কম।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এই তথ্য পাওয়া গেছে। দেখা গেছে, ব্যবসায়ীরা মান অনুযায়ী দেশি পেঁয়াজের কেজি প্রতি বিক্রি করছেন ৭০ থেকে ৮০ টাকা। যা দুদিন আগে ছিল ৫৫ থেকে ৬০ টাকা।

দেশি পেঁয়াজের পাশাপাশি দাম বেড়েছে আমদানি করা ভারতীয় পেঁয়াজের। দুদিন আগে ৪৫ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হওয়া আমদানি করা পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img