শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫

আরাকানে মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৪০

মিয়ানমারের রাখাইন রাজ্যের রামরি দ্বীপে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। স্থানীয় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি এবং উদ্ধারকারী দল এই তথ্য নিশ্চিত করেছে।

রাখাইনের রামরি দ্বীপের কিয়াউক নি মাউ শহরে গত বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১টা ২০ মিনিটে এই বিমান হামলা চালানো হয়।

আরাকান আর্মির মুখপাত্র জানিয়েছেন, হামলায় পাঁচ শতাধিক বাড়িঘর পুড়ে গেছে। বিমান হামলার পর এলাকাজুড়ে ধ্বংসস্তূপে স্থানীয় বাসিন্দারা হতবাক অবস্থায় হাঁটতে দেখা যায়।

স্থানীয় উদ্ধারকর্মীরা জানান, আহতদের চিকিৎসা দেওয়ার জন্য পর্যাপ্ত সরঞ্জামের অভাব রয়েছে। নিরাপত্তার কারণে ঘটনাস্থলে চিকিৎসা সামগ্রী পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img