শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো শীতকালীন বইমেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী শীতকালীন বইমেলা। রাহনুমা প্রকাশনীর সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ কালচারাল ক্লাব যৌথভাবে এই মেলার আয়োজন করেছে।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক অনুষ্ঠানে এই মেলা উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, “জ্ঞানচর্চা, জ্ঞান সৃষ্টি এবং জ্ঞান বিতরণ বিশ্ববিদ্যালয়ের মৌলিক কাজ। বই পড়ার মাধ্যমেই জ্ঞানের সমৃদ্ধি ঘটে। শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে বইমেলা কার্যকর ভূমিকা পালন করতে পারে।”

তিনি আরও বলেন, “জ্ঞানচর্চা অব্যাহত রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাই। বইমেলা আয়োজনের মতো উদ্যোগকে সমাজে ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

বইমেলার আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ছানাউল্লাহ এবং সহকারী প্রক্টর ড. মুহা. রফিকুল ইসলাম।

মেলার আয়োজকরা জানিয়েছেন, বইমেলায় ২৩টি প্রকাশনা সংস্থার স্টল স্থান পেয়েছে। ১১ জানুয়ারি এই মেলা শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img