সিরিয়ার আলেপ্পো শহরের খ্রিষ্টান ধর্মগুরু বিশপ হানা জাল্লুফ দেশটির নতুন নেতা আহমাদ শারা আল-জুলানীকে “আন্তরিক, সৎ এবং নির্ভরযোগ্য ব্যক্তি” বলে প্রশংসা করেছেন। তিনি জানান, আল-জুলানীর সঙ্গে তার সাক্ষাৎ ছিল “ভ্রাতৃত্বপূর্ণ এবং আন্তরিক।”
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এই তথ্য জানিয়েছে।
আনাদোলুর সঙ্গে আলাপকালে বিশপ জাল্লুফ বলেন, ইদলিবে পূর্বে কাজ করার সময় আল-জুলানীর সঙ্গে তার পরিচয় হয়েছিল। সে সময় আল-জুলানী তাকে আশ্বস্ত করেছিলেন যে দেশের সমস্যা এক বছরের মধ্যে সমাধান হবে।
জাল্লুফ আরও জানান, আল-জুলানী আলেপ্পোতে আসার পর তার সম্প্রদায়ের অবস্থা জানতে ফোন করেছিলেন। আল-জুলানী তাকে বলেছিলেন, “নিশ্চিন্ত থাকুন, আমরা পুরোপুরি তাদের পাশে আছি। তাদের স্বাভাবিকভাবে জীবনযাপন করতে দিন। কেউ তাদের কোনো ক্ষতি করবে না—চাই সেটা সরাসরি হোক বা পরোক্ষভাবে। তারা যেন আগের মতোই স্বাধীনভাবে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারে। বরং, আমরা চাই তাদের উৎসব আগের চেয়েও আনন্দময় হোক।”
ভবিষ্যতের প্রতি আশাবাদ
বিশপ জাল্লুফ সিরিয়ার মানুষের দক্ষতা ও দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন। তিনি বলেন, “ধীরে ধীরে সবাইকে একত্রিত করে আমরা দেশকে পুনর্গঠন করব। সিরিয়া তার সাংস্কৃতিক, শিক্ষামূলক এবং শিল্পনেতার অবস্থান ফিরে পাবে।”
পশ্চিমা দেশগুলোর নেতিবাচক মনোভাব
পশ্চিমা দেশগুলোর নেতিবাচক বার্তা নিয়ে হতাশা প্রকাশ করে জাল্লুফ বলেন, “তারা সিরিয়ার নতুন প্রশাসনের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। আমাদের দায়িত্ব হলো পশ্চিমা দেশগুলোকে সত্যটি জানানো। আমি বিশ্বাস করি, সময়ের সাথে সাথে এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে।”
স্বাধীনতার প্রতি অঙ্গীকার
আন্তর্জাতিক সমর্থনের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “বহিরাগত সহায়তা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সিরীয়দের দেশে ফিরিয়ে আনতে সাহায্য করবে। আমরা সবসময় স্বাধীনভাবে থেকেছি এবং স্বাধীন থাকতে চাই। আমরা কখনোই কারো অধীনস্থ হতে পারি না।”
সূত্র : আনাদোলু এজেন্সি